পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় এক আইনজীবী কে প্রধান আসামি করে ৮ জনের নামে ধর্ষণ চেষ্টা ও লুটপাট, মারপিট করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন ট্র্যাইবুনাল আদালতে মামলা হয়েছে।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে পাইকগাছা উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামে বাসষ্টান্ডের সম্মুখে রুমি সুমি হোটেল ও বসত ঘরে গত ৪/৬/২৩ তারিখে ভোরে পৌরসভার বাতিখালী গ্রামের শেখ শাহাদাত হোসেন বাচ্চুর ছেলে আইনজীবী শেখ তৈয়ব হোসেন নুর ১৫/২০ ভাড়াটিয়া গুন্ডা নিয়ে অবৈধভাবে ঢুকে নুর রিজিয়া বেগম কে ও তার কলেজ পড়ুয়া মেয়ে কে ধর্ষন চেষ্টা করে। ধর্ষণ চেষ্টা ব্যর্থ হয়ে মারপিট করে গুরুতর জখম করে।
এ ছাড়া ভাড়াটিয়া গুন্ডারা নুরের হুকুমে লুটপাট শুরু করে,ঘরে থাকা টিভি, মোবাইল,নগদ টাকা,স্বর্ণালংকার,চুরি করে।বসত ঘরে থাকা বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি পদদলিত করে ভাংচুর করে। স্হানীয় লোক জন এসে রিজিয়া বেগম ও তার দু কন্যা কে উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তাদের অবস্থা অবনতি হলে কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এসব বিষয়ে রিজিয়া বেগম বাদী হয়ে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে গত ২১/৬/২৩ তারিখে নুরকে প্রধান আসামি করে ৮জনের নাম উল্লেখ করে আইনজীবী সেলিনা খানম মামলাটি দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পিবিআই কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন বলে আইনজীবী সেলিনা খানম নিশ্চিত করেন।

