পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা।। পাইকগাছায় রাড়ূলী ইউনিয়নের কাটিপাড়ায় ৫০ বছরের ভোগ দখলীয় জমি দখলের পাঁয়তারা করলে কাটিপাড়া গ্রামের মৃত্যু সোহবান মোড়লের পুত্র মোঃ আলী আজগর বাদি হয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সুব্রত ভট্টাচার্য ,দেবব্রত ভট্টাচার্য ,সহ অজ্ঞাত নামাদের বিরুদ্ধে ১৪৪ ধারা মোতাবেক মামলা করেন। মামলা নং এম,আর, ১৮৭/২২ , আদালত মামলাটি আমলে নিয়ে ওসি পাইকগাছা থানা কে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন । আদালতের আদেশ পেয়ে পাইকগাছা থানাা পুলিশ সুব্রত গং দের নামে নোটিশ প্রদান করেন । সুব্রত গংরা নোটিশ পাওয়ার পর ক্ষিপ্ত হইয়া আলী আজগরের পেঁপে ও কলা গাছ কেটে লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে ভুক্তভোগী আলী আজগর জানান, তিনি প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পাইকগাছায় আদালতের আদেশ উপেক্ষা করে পেঁপে ও কলা গাছ কেটে লক্ষ টাকার ক্ষতির অভিযোগ

