আলাউদ্দীন রাজা, পাইকগাছা (খুলনা):পাইকগাছায় অবশেষে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে ভেঙে দেওয়া হলো মধুমিতা পার্কের অবৈধ স্থাপনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়।জায়গাটি জেলা পরিষদের। উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন।
জানা যায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলা সদরে জেলা পরিষদ জায়গায় মধুমিতা নামে একটি পার্ক তৎকালীন সরকার নির্মাণ করেন।যে পার্কে তৎকালীন ব্রিটিশ সরকার দক্ষিণাঞ্চল মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেন পুকুর খনন করে।
সেই পানি এতোদ অঞ্চলের মানুষ সুপেয় পানির চাহিদা পুরন হতো,যে কারণে পার্কের ঐ পুকুরের নাম হয় মিষ্টি পুকুর নামে পরিচিত। মধুমিতা এ পার্কের চারি পাশে বিগত সরকারের আমলে দখল করে দোকান পাট নির্মাণ ও উপজেলা আওয়ামী লীগ দুতলা ভবন অফিস করেন।
পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট জি এ সবুরসহ কয়েকজন জনস্বার্থে মামলা করেন। মামলা টি খুলনা জেলা পরিষদের অনুকূলে সুপ্রিম কোর্ট রায় দেয়। সেই রায়ের আলোকে ২০২২ সালে উচ্ছেদ হলে তৎকালীন এমপি সু কৌশলে আওয়ামী লীগের অফিস রেখে দেন। ২০২৪ সালে দেশের পট পরিবর্তনের পর সাংবাদিক জিয়াউদ্দিন নায়েব সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করে বিষয়টি নজরে নিয়ে আসে।
তারোই আলোকে খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন পুলিশ নিয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান ও থানা পুলিশের সহযোগিতা নিয়ে মঙ্গলবার মধুমিতা পার্কের জায়গা থেকে আওয়ামী লীগের দুতল ভবন অফিস টি বুলডোজার দিয়ে উচ্ছেদ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন বলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমিকে সাথে নিয়ে আদালতের আদেশ বাস্তবায়ন করেছি।

