পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় শিবসা নদী ভারাটি ও ওয়াপদার জমি জবর দখল করে মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উইন্ডো-৩ আওতায় পাইকগাছা মৎস্য আড়ৎদারি মার্কেট সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে অভিযোগের তদন্ত সম্পর্ণ হয়েছে।
সোমবার সকাল ১১ টায় অভিযোগের বিষয়ে তদন্ত করেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী।
তদন্ত কালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড খুলনা শাখার আরও শরিফ আহম্মেদ,পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকল্প কর্মকর্তা কায়সার হোসেন, পানিউন্নয়ন বোর্ড খুলনা শাখার সার্ভেয়ার দিলিপ কুমার ব্যানার্জী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কাওসার আহম্মেদ, অভিযোগকারি সাংবাদিক আলাউদ্দীন রাজা সহ পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। পানি উন্নয়ন বোর্ড খুলনার আরও শরিফ আহম্মেদ বলেন, আমাদের পানি উন্নয়ন বোর্ডের ১৯০ ফুট জায়গার উপর মৎস্য কাটা গড়ে উঠেছে। আমরা ওই জমি উদ্ধারে মন্ত্রনালয়ে লিখে পাঠিয়েছি।
এদিকে তদন্তকালে ওয়াপদার জায়গায় পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি মৎস্য কাটা তৈরী করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে বলে সত্যতা পেযেছে বলে জানান সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী। এ সময় তিনি আরো বলেন, আমরা কোন বিতর্কিত কিংবা সরকারি জমিতে আমাদের প্রজেক্টের টাকা দিতে পারি না।

