শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় কড়ুলিয়া নদী ভাঙনে আলমতলায় বেঁড়িবাঁধ চরম ঝুঁকিতে

আরো খবর

পাকগাছা (খুলনা থেকে আলাউদ্দীন রাজা: পাইকগাছায় কড়ুলিয়া নদী ভাঙনে আলমতলায় পাউবোর বাধ চরম ঝুঁকিতে। এলাকার লোকজন স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধে মাটি ও বস্তা ফেলে পোল্ডার রক্ষায় কাজ করছেন। শনিবার সকালে সরেজমিনে গেলে সহশ্রাধীক মানুষ বাঁধ রক্ষায় আপ্রান চেষ্টা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম কাগজী,সাবেক ইউপি চেয়ারম্যান আঃ করিম গাইন,বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমীর মাওঃ গোলাম সরোয়ার,জেলার সূরা সদস্য সুপার মাওঃ আমিনুল ইসলাম,থানা শাখার আমীর মাওঃ আবু সাঈদ, সেক্রেটারী আলতাফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ইকবাল হোসেন কাগজী,সুমন কাগজী,ইউপি সদস্য শরিফুল ইসলাম লিটন,হাসানুজ্জামান,সাবেক ইউপি সদস্য হারুন জমাদ্দার,অজোদ্ধা মন্ডল,আলম গাইন,সুভাষ সরদার।
এ দিকে পানিউন্নয়ন বোর্ডের পাইকগাছা উপ বিভাগীয় প্রকৌশলীর উপসহকারী কর্মকর্তা রাজু হাওলাদার সেচ্ছা শ্রমের বালি, মাটির জন্য ব্যাগ সরবরাহ করেন। রাজু হাওলাদার জানান জাইকার অর্থায়নে ১০/১২ নং পোল্ডারে আলমতলায় নদী ভাঙন রোধে ৭মিঃ ঝুঁকিপূর্ন বাঁধ মেরামত প্রকল্পের কাজ ইতোমধ্যো শুরু হলে এ ভাঙ্গন দেখা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান আররাদ কর্পোরেশন দু শ্রমিকের অর্থ সরবরাহ করছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত মজবুত বেঁড়িবাঁধের দাবি করে বলেন, এ বাধ ভেঙ্গে পানি উঠলে কৃষি কলেজ, লক্ষীখোলা কলেজিয়েট স্কুল, প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য ঘের, বাড়ি ঘর তলিয়ে যেয়ে কোটি কোটি টাকা ক্ষতি হবে।

আরো পড়ুন

সর্বশেষ