শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় খাস জমি ভরাট করে অবৈধ কয়লার চুলা নির্মাণের অভিযোগ

আরো খবর

পাইকগাছা(খুলনা) থেকে আলাউদ্দীন রাজা।।সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে সরকারী খাস জমি ভরাট করে অবৈধ কয়লার চুলা নির্মানের চেষ্টায় দু’প্রভাবশালির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের দুই প্রভাবশালি রেজাউল গাজি ও সিরাজুল গাজির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তারা দু’জনেই ঐ গ্রামের মৃত আনছার আলী গাজীর পুত্র।
সরেজমিন তদন্তে ও স্হানীয় এলাকাবাসি সুত্রে জানাযায়, উপজেলার চাঁদখালী বাজার হতে ১কিলোমিটার দক্ষিনে বদর দরগাঁ মসজিদ সংলগ্ন চককাওয়ালী মৌজার এসএ ৩৩১ও বিআরএস ২৪১দাগের ১নং খাস খতিয়ানের কপোতাক্ষ নদের চরভরাটি ২একরের ও বেশি জায়গা দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে দখলে রেখেছেন দুই প্রভাবশালি রেজাউল গাজি ও সিরাজুল গাজি।তবে সম্প্রতি  সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে ঐ জায়গার অর্ধেক অংশে তারা মাটি কেটে বড় বড় পুকুর খনন করেছেন এবং খননকৃত ঐ মাটি তারা জমির বাকী অংশ ভরাট করে অবৈধভাবে কয়লার চুলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন বলে সরেজমিনে সত্যতা পাওয়া গেছে। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্হানীয় এলাকাবাসি জানান,তারা এতটাই প্রভাবশালি যে ভয়ে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পায় না।কেউ তাদের বিরুদ্ধে মুখ খুললে তারা তাদের কে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন সহ মিথ্যা মামলায় ফাসিয়ে দেয়। এজন্য তাদের অপকর্ম সকলে মুখ বুজে সহ্য করে যাচ্ছে। এই জমি ছাড়া আশ পাশের আরো অনেক সরকারি জমি তারা প্রভাব খাটিয়ে জোর-জবরানে নিজেদের কব্জায় রেখেছে। শুধু এসব করে তারা ক্ষ্যান্ত হয়নি ববং স্হানীয় বাসিন্দা জাহানারা বেগমের স্বামী মৃত জয়নাল মোড়লের মৃত্যু সনদ পত্রটি স্হানীয় ইউনিয়ন পরিষদ থেকে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করে জমি ও রেজিস্ট্রি করে নিয়েছেন বলে জানান তারা।
এ ব্যাপারে অভিযুক্ত দু’প্রভাবশালি রেজাউল গাজি ও সিরাজুল গাজি জানান,আমরা দীর্ঘদিন ধরে ডিসিআর মূলে ভোগ দখলে আছি।তবে সরকারী খাস জমি থেকে মাটি কেটে ভরাটের সত্যতা স্বীকার করে বলেন,ঐ জায়গায় মাটি কেটে ভরাট করে চুল্লি ও খামারের সিদ্ধান্ত নিয়েছি।
এ ব্যাপারে লস্কর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মীর রেজওয়ান বলেন, সরকারি কোনো নিয়মনীতির বাইরে কোনো কাজ আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্তপূর্বক উদ্ধর্তন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ