পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা:
পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষ্যে সোমবার সকালে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বেলুন ও পাইরা উড়িয়ে উদ্ধোধন করেন।
উদ্ধোধন শেষে বিশাল এক র্যালি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইনজীবী সমিতি ভবনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি পংকজ ধর, সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডঃ এফ এম এ রাজ্জাক,এপিপি সমীরন কুমার,এড, শফিকুল ইসলাম কচি।এ সময় উপস্থিত ছিলেন ওসি ওবাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন,আইনজীবী, আইনজীবী সহকারী, আদালতের কর্মকর্তারা, সাধারণ জনগণ।

