পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে দুদিনে দুই মাদক ব্যবসায়ীসহ২০জনকে আটক করেছে থানা পুলিশ।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার পরোয়ানার আসামিদের গ্রেফতার করা হয়।
দুই মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার কাটিপাড়া গ্রামের আক্কাস গাজীর ছেলে আলাউদ্দীন গাজী(২৪) ও কাশিমনগর গ্রামের নজরুল গাজীর ছেলে নাজমুল গাজী(৪৫)।
এসময় উভয়ের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ১শ গ্রাম (গাঁজা) মাদক উদ্ধার করা হয়। অপরদিকে পরোয়ানার আসামিরা হলেন, রাড়ুলী গ্রামের সামাদ সরদার(৩৮), নুরু গাজীর ছেলে বেল্লাল হোসেন, গদাইপুর ইউনিয়নের তকিয়ার রাসেল রেজা(২৩), হরিঢালী গ্রামের জবেদ শেখের ছেলে ইকবল শেখ(৩৮), সোলাদানা ইউনিয়নে ভেকটমারি গ্রামের আমান গাজী ও তার স্ত্রী আছিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য শুক্রবার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে আরো ১২ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। গত দুই দিনে মোট ২০ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।

