শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন 

আরো খবর

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় উপজেলার গদাইপুর ইউনিয়নের শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে ‘সততা স্টোর’ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ। সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজাহারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী,
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জামিলুর রহমান (রানা), প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল।
এসময়  উপজেলা দুপ্রকের সহ সভাপতি নিজাম উদ্দিন, সদস্য পূর্ণ চন্দ্র মন্ডল, অব. এইচআই নূর আলী মোড়ল, সহকারী শিক্ষক বাবর আলী, কনিকা ঘোষ, জিএম শওকত হোসেন, শংকর প্রসাদ মনি, রীতা রায়, তপন কুমার মন্ডল, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মহিবুল্লাহ, সুশান্ত হালদার, অমিতাভ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান রনি, মোস্তাফিজুর রহমান বুলবুল, রাবেয়া খাতুন, সদস্য শেখ অহিদুজ্জামান, সততা সংঘের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ