শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় দুর্বৃত্তের হামলায় বিএনপি’র নেতাসহ আহত-৩

আরো খবর

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি:
পাইকগাছা প্রতিপক্ষের হামলা-মারপিটে চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ময়না সহ ৩ জন আহত হয়েছেন।  রবিবার রাতে মাথা-মুখে মারাত্মত জখম অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তৃপক্ষ আহত আছাদুজ্জামান ময়না (৫৫) ও শেখ নেওয়াজ শরীফ’ (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে রেফার্ড করেছেন। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযুক্ত আমির হামজা রানা (৪০) পুলিশী প্রহরায় রয়েছে। জানাগেছে, উপজেলার দেবদুয়ার শেখ পাড়ায় রাত সাড়ে ১০ টায় এ মারপিটের ঘটনায় স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সুত্রগুলো বলছেন, স্থানীয় একটি সমিতি বা প্রতিষ্ঠানের নির্বাচন সংক্রান্ত নেতৃত্ব-কর্তৃত্ব নিয়ে বিরোধোর জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কাটাখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছাদুজ্জামান ময়না জানান, প্রতিবেশি আমির হামজা রানা ও তার ভাই বাবুর বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি অভিযোগ করেন ওইদিন রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে তারা কুড়াল ও দেশীয় অস্ত্রে আঘাত করলে আমার মাথা ও শরীফের চোয়ালে মারাত্মভাবে জখম করে আহত করেন।
অন্যদিকে হাসপাতালে আমির হামজাও পাল্টা অভিযোগ করেন প্রতিপক্ষরা আমার বাড়িতে ফেলে মারপিট করে আহত করেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া বলেন, মারপিটে আহত দু’ব্যক্তির আহতের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

আরো পড়ুন

সর্বশেষ