শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় দু’ সন্তানের জননীকে দল বেধে ধর্ষণ, গ্রেফতার-৩

আরো খবর

পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা:
  পাইকগাছায় দু সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ মামলায় পুলিশ ৩ ধর্ষককে  গ্রেফতার করেছে ।
পুলিশ ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্মন্ন করেছে। থানার মামলা সুত্রে জানাগেছে, গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে পাইকগাছা থানার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের  দু সন্তানের জননী (২৮) মায়ের চিকিৎসার টাকার জন্য ভ্যানযোগে চাচার বাড়ি রাড়ুলী’গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
এক পর্যায়ে ভ্যানটি রাড়ুলীর নিতাই দাসের বাড়ি কাছে পৌছালে পরিচিত ও অজ্ঞাত ক’জন যুবক ভ্যানের গতিরোধ করেন। ভিকটিমের অভিযোগ এসব যুবকরা টেনে-হেচড়ে পার্শবর্তী বাগানে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে পালাক্রমে ধর্ষন করে ফেলে রেখে চলে যায়।
এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ২১সেপ্টেম্বর বাঁকা বাজারের হোটেল মালিক শামিম শেখ (৩০) আবু বক্কর মোড়লের ছেলে আরমান (২৪) নুরুল মোড়লের ছেলে আসলাম(৩২) ও অজ্ঞাত দু’যুবকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা ওসি ( অপারেশন) রঞ্জন মিস্ত্রী জানান,ধর্ষন মামলায় এজাহারভুক্ত আসামী আরমান মোড়ল,আসলাম মোড়ল ও তদন্তপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর’কে গ্রেফতার করা হয়েছে।
ভিকটিমের ডাক্তারী পরীক্ষা’র কথা বলে ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, মঙ্গলবার ধৃত ৩ আসামী’কে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে

আরো পড়ুন

সর্বশেষ