পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:পাইকগাছায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক যুবককে আটক করেছে পুরিশ।
জানা যায়,পাইকগাছা পৌরসভার সরল গ্রামের অজিত মন্ডলের ছেলে মিহির মন্ডল ও তার ভাইপো অনুজ মন্ডল বৃহস্পতিবার দুপুরে পৌর সভার মৎস্য আড়ৎ(মাছ কাটা)এ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলে। স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে মারপিট করতে থাকে। সমিতির কার্যালয়ে আটকে রাখে এবং এসময় অনুজ পালিয়ে যেতে সক্ষম হলেও মিহিরকে আটকে রেখে পুলিশে দেয় । পুলিশ বাদী হয়ে মিহির মন্ডল কে প্রধান আসামী করে দুই জনের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উষ্কানিমুলক অপরাধে মামলা দায়ের করে।
পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জানান,মিহির মন্ডল কে জেল হাজতে পাঠানো হয়েছে আর অপর আসামী অনুজ কে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

