পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।। পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অতিথি মঞ্চে সমাপনি বক্তব্যে জাতীয় শ্লোগান জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্যের ইতি টানেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ।
গত ২৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।এ ঘটনায় উপজেলা জুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
জানা যায়, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তর আয়োজিত বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২৭জুলাই বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।খেলা শেষে অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে অতিথি মঞ্চে দাড়িয়ে জনসম্মুখে অতিথিবৃন্ধদের উপস্হিতিতে জাতীয় শ্লোগান জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ।
ঘটনাটি মুহূর্তের মধ্যে মানুষের মুখে মুখে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়।চায়ের দোকান সহ উপজেলা জুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
বর্তমানে ঘটনাটি টক অব দি পাইকগাছায় পরিনত হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সুশিল সমাজ।
ঐ সময় অতিথি মঞ্চে উপস্হিতি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ভারপ্রাপ্ত মেয়র এসএম তৈয়েবুর রহমান, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর রহমান, শেখ ফারুক হোসেন, আছাদুজ্জামান, দেবাশীর্ষ দাশ, ঝংকার ঢালী ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহ-কারি শিক্ষকবৃন্ধরা। এ ব্যাপারে আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন,আমার ভূল হয়েছে। আর আমার অসাবধানতা বশঃত এটা হয়েছে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী জানান,প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঐদিন খেলা শেষে তার সমাপনি বক্তব্যে জনসম্মুখে জাতীয় শ্লোগান জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলেছে। এটা সত্য।উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা মঞ্চে উপস্হিত থাকা স্বত্বেও বলেন, এ বিষয়টি আমার জানা নেই।উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন,ঘটনাটি সত্য।

