শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় বিদ্যালয়ে টেবিলে পা তুলে ঘুমাচ্ছেন প্রধান শিক্ষক

আরো খবর

পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা: পাইকগাছায় আসাননগর এ,জি,আর,এম,এইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় চলাকালিন অফিসে টেবিলের উপর পা তুলে ঘুমানোর ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় উপজেলাব্যাপি নানান সমালোচনা চলছে।

এ বিষয়ে এ প্রতিনিধি সোমবার সরেজমিনে গেলে স্হানীয় লোকজন অভিযোগ করে বলেন, পাইকগাছা উপজেলার আশাননগর এ জি আর এম এইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি রায় বয়সের ভারে তার অবসর আসন্ন। যে কারনে বিদ্যালয়ে তিনি সপ্তাহে দুই তিন এসে অন্যান্য শিক্ষকদের খোঁজ খবর নিয়ে অফিসে বসে টেবিলের উপরে পা তুলে ঘুমান।

শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা দেখেন না। এছাড়া বছর শেষে বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধির ব্যাপারে ও কোন পদক্ষেপ নেন না। যেকারনে এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা জানান,স্যার বয়স্ক লোক যখন স্কুলে আসেন তখনই ঘুমান। অবিভাবক নির্মল মন্ডল, কার্তিক চন্দ্র সহ আরো কয়েকজন অবিভাবকরা জানান,প্রধান শিক্ষক মৃনাল কান্তি রায়ের এহেন আচারনের কারনে শিক্ষার মান নিন্ন গতি, শিক্ষার্থী হ্রাস এবং এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা পর পর কমে যাচ্ছে ও পাসের হার হ্রাস পাচ্ছে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি রায় বলেন,ভাইরাল হওয়া ছবিটি আমার ওয়াটসঅ্যাপে দিন, তারপর আমি মন্তব্য করবো।
বিদ্যালয়ের সভাপতি ইউপি সদস্য শওকত হাওলাদার সাথে যোগাযোগ করার চেষ্টা করে না পেয়ে তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ না হওয়ায় তার মন্তব্য পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ বলেন,বিষয়টি আমার জানা নেই আর কেউ আমাকে জানাই নি।

 

আরো পড়ুন

সর্বশেষ