শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় “বিশুদ্ধ পানিই, প্রাণ ও প্রকৃতি” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরো খবর

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় লবণপানি নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় “বিশুদ্ধ পানিই, প্রাণ ও প্রকৃতি” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লবণপানি নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আয়োজনে পাইকগাছা সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা – ৬ (কয়রা-পাইকগাছা)’র সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী।

সমাপনী বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু। উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব এর সঞ্চালনায় বক্তৃতা করেন, কমিটির সভাপতি অহিদুজ্জামান মোড়ল, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আ. মান্নান গাজী, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শাহজাদা আবু ইলিয়াস, আওয়ামী লীগ নেতা নির্মল অধিকারী, বেনজির আহমেদ,

উপাধ্যক্ষ উৎপল গাইন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, অ্যাড. পিযুষ কান্তি মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, ইউনিয়ন লিডার প্রভাষক কামাল হোসেন, সাংবাদিক কৃষ্ণ রায়, আজিজুর রহমান, আসলাম মল্লিক, ইউপি সদস্য মেরী রানী সরদার, যমুনা বৈদ্য, যুবলীগের পরেশ মন্ডল, প্রভাষক মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, মুক্ত অধিকারী, রামকৃষ্ণ বাছাড়, পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ।

 

মতবিনিময় সভাটিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লবণপানি বন্ধের পক্ষে শত শত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হলে শেষ পর্যন্ত জনসভায় পরিণত হয়।

 

 

আরো পড়ুন

সর্বশেষ