পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা:পাইকগাছায় মৎস্য লীজ ঘের দখল চেষ্টা কালে ভাংচুর, লুটপাট ও মারপিট করে ২ জন কে আহত করেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
অভিযোগে জানা গেছে, উপজেলার পারশেমারী মৌজায় ভিলেজ পাইকগাছা গ্রামের চিত্তরন্জন মন্ডল গংদের নিকট থেকে জনৈক আঃ মজিদ ৬ বিঘা জমি মৎস্য লীজ নেন।ডিড নেয়ার পর থেকে কয়েক বছর মৎস্য চাষ করে আসছে ।
কিন্তু বাঁধ সাজেন ভিলেজ পাইকগাছা গ্রামের হামিদ সানা গংরা ।তারা জমি দাবী করে শুক্রবার সকালে হামিদ সানা গংরা উক্ত ঘেরে অবৈধ অনুপ্রবেশ করে বাসাবাড়ি ভাংচুর , লুটপাট ও মারপিট করে আঃ মজিদ ও আঃ আজিজ আহত হয়েছে।স্হানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আঃ মজিদ জানান এ ঘটনায় মামলা করা হবে মর্মে প্রস্তুতি চলছে।

