পাইকগাছা(খুলনা) থেকে আলাউদ্দীন রাজা।। পাইকগাছায় দেলুটি ইউনিয়নে অনুপ মণ্ডল (২৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত অনুপ উপজেলার দেলুটি ইউনিয়নে ফুলবাড়ী গ্রামের অনুকূল মণ্ডলের ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ জুন রাতে অনুপ বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে ভোরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থনীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে বলেন, সোমবার (২৬ জুন) ভোরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনার রহস্য জনক,এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবার মামলার প্রস্তুতি চলছিল।

