পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথভাবে পরিচালিত অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ৩টি ইটভাটা ও অর্ধশতাধিক কয়লা চুল্লি উচ্ছেদ করা হয়েছে। এসময় প্রশাসন ভেকু মেশিন দিয়ে ইটভাটার চিমনি গুড়িয়ে ও বিপুল পরিমান মজুদকৃত কাঁচা ইট বিনষ্ট করে।
২১ জানুয়ারি বুধবার দিনব্যাপী উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ এ অভিযান পরিচালিত করেন। অভিযানকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা নামক গেট সংলগ্ন এলাকায় অবস্থিত এডিবি ভাটা, বিবিএম ভাটা ও স্টার ভাটার চিমনি ভেকু মেশিনের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়।
একই সঙ্গে এসব ভাটায় মজুদ থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়। এছাড়াও গড়েরডাঙ্গা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে চাঁদখালী অভিমুখে সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক কয়লা তৈরির চুল্লির মধ্যে ৫৩ টি চুল্লি উচ্ছেদ করা হয়।
অভিযানে পরিবেশ দূষণ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটে। উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতায় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, পাইকগাছা উপজেলায় ১৩টি অবৈধ ইটভাটা ও শতাধিক অবৈধ কয়লা তৈরির চুল্লি রয়েছে।
বিগত সময়ে প্রশাসন ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয় অদৃশ্য কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। বার বার ব্যর্থ হয়। এবার উচ্ছেদ অভিযান সফল করায় স্থানীয় এলাকাবাসীর চোখেমুখে আনন্দ লক্ষ্য করা যায়। উৎসবের আমেজ বিরাজমান। তারা সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন। জনস্বার্থে কোন অপশক্তি অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রতিবন্ধকতার দিন শেষ। অভিযানে ৩টি ইটভাটা ও ৫৩ টি কয়লা চুল্লি ধ্বংস করা হয়েছে। বাকি ইটভাটা ও চুল্লি গুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে গণমাধ্যমকর্মীদের জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা।

