পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা:পাইকগাছায় বিভিন্ন প্রলুব্ধ করে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কর্মকর্তারা লাপাত্তা। এ ঘটনায় আদালতে মামলা দায়ের। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশ তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দেন।
জানাযায় পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের কিরন ঢালীর পুত্র মঙ্গল ঢালী বাদী হয়ে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছে। ক্ষতিগ্রস্থ মঙ্গল ঢালী তার মামলায় উল্লেখ করেছেন যে, তার পরিচিত ও নিকট আতœীয় ১৬ জন যারা মামলার স্বাক্ষী তাদের প্রত্যেককে আর্থিক ভাবে লাভবান করার জন্য নানা ভাবে প্রলোভন দেখায়।
এরপর তারা ভবিষ্যৎ সঞ্চয় ও আর্থিক স্বচ্ছলতার লক্ষ্যে বিভিন্ন মেয়াদে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির বীমা করে। বীমা করার পর তারা বিভিন্ন কিস্তিতে বিভিন্ন অংকের টাকা জমা দেয়। এরপর বীমার মেয়াদ শেষ হলেও বীমা কোম্পানি মামলার বাদী ও স্বাক্ষীদের পাওনা টাকা না দিয়ে টালবাহানা করতে থাকে। একপর্যায়ে তারা বীমা কোম্পানির জেলা ও উপজেলা অফিসে সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
একপর্যায়ে বীমা কোম্পানী কর্তৃপক্ষ বাদী ও স্বাক্ষী সহ এলাকার গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ করতে চাহেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে বীমা কোম্পানী গ্রহকদের টাকা পরিশোধ না করে প্রতারনা ও বিশ্বাস ভঙ্গ করে। তখন বাদী বীমা কোম্পানীর বিরুদ্ধে আইনজীবী মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করেন। তবে বীমা কোম্পানী কোন জবাব দেন নাই।
তখন নিরুপায় হয়ে মঙ্গল ঢালী আদালতে ৮ লক্ষ ১০ হাজার একশত দুই টাকার দাবীতে একটি মামলা করেন। যার আসামী পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর পরিচালক, বিএম ইউসুফ আলী, খুলনা অফিস প্রধান, আরিফুল রহমান বিপ্লব ও সরদার রোকনুজ্জামান রোকন। মামলা নং সিআর- ৯৬৪/২০২৫। আদালত মামলাটি আমলে নিয়ে খুলনার ডিপি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দেন।

