পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় স্বাধীনতার স্হপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল হোসেনের ৭৪তম জন্মবার্ষিকী উপজেলা প্রসাশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রসাশন স্মৃতি স্তম্ভে মাল্যেদান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম,যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রন্জন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার সরকার, আঃ গফুর,পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান জয়ন্ত ঘোষ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যুবকদের মধ্যে চেক ও গাছের চারা বিতরণ করেন। অনুরুপ পাইকগাছা পৌরসভা র্যালী সহকারে স্মৃতি স্তম্ভে মাল্যেদান শেষে পৌরসভা ভবনে কাউন্সিলর আসমা আহম্মেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রন্জু, তৈয়বুর রহমান,রবি শংকর, ইন্জিনিয়ার এম এম নুর মোহাম্মদ।

