পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছা উপজেলার বাইনচাপড়া গ্রামের হানিফ মীর, তার দুই ছেলের নামে খরিদা জমি নিয়ে প্রতিপক্ষ নুরুল ইসলাম কতৃক ষড়যন্ত্র মূলক মামলা ও হামলার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। রেজিষ্ট্রি কোবলা দলিলে হানিফ মীর প্রকৃত জমির মালিকদের নিকট থেকে জমি ক্রয় করে রেকর্ড পূর্বক ভোগ দখলে আছে।ঐ দখলে থাকা জমি থেকে গাছ কাটায় প্রতিপক্ষ নুরুল ইসলাম আদালতে হানিফ মীর ও তার ছেলেদের নামে মামলা করেছে।এর আগে হানিফ মীর কে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে নুরুল ইসলাম ও তার লোকজন।তাই মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্ত ভোগী হানিফ মীর।
