শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার

আরো খবর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় রুমা আক্তার (২০) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত নারী আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত রুমা পৌরসভার ৫ নং ওয়ার্ড সরল গ্রামের রহমত আলী গাজীর মেয়ে।

মঙ্গলবার রাত ৯ টার দিকে পৌর সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কামরুজ্জামান জানান খুলনা জেলা ও দায়রা জজ আদালতে ২০১৪ সালে আসামি রুমা আক্তারের ৩ বছরের বিনাশ্রম কারাদ-াদেশ হয় । তিনি দীর্ঘদিন পালাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপার ও থানার ওসির নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। ২৪ ডিসেম্বর বুধবার আদালতের মাধ্যমে আসামি রুমা কে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া।

আরো পড়ুন

সর্বশেষ