শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় হামলা,ভাংচুর ও মারপিটে আহত- ২

আরো খবর

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: খুলনারপাইকগাছায় লোভের বসবতি হয়ে বিক্রেতা পুনরায় দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে দোকান ঘর দখল চেষ্টা,হামলা,ভাংচুর ও মারপিটে ক্রেতাসহ আহত দুইজন। আহতদের স্হানীয়রা উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে।পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
 এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। অভিযোগে জানাযায়,উপজেলার চককাওয়ালী গ্রামের আব্দুর সবুর গাজী ও তার স্ত্রী রহিমা খাতুনের চাঁদখালী বাজারের নিমতলায় সরকারি জায়গা দখল করে। তাদের অধীনে কিছুদিন দখল থাকার পর আব্দুর সবুর গাজী কাটাবুনিয়া গ্রামের আব্দুর রহমান গাজী ও তার স্ত্রী সুমা খাতুনের কাছে ৩০০টাকার স্ট্যাম্পে বিগত ২০০৯-২০১০সালে ১লক্ষ৪৪হাজার টাকায় পজিশন বিক্রয় করে। আব্দুর রহমান ক্রয় করার পর সেমি পাকা স্হাপনা করে জুতার দোকান পরিচালনা করে আসছে।
সু-চতুর আব্দুর সবুর ঐ দোকান ঘরটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইমান আলী,জাহিদ হাসান সহ ১৫/২০জন লোক  আব্দুর রহমানের জুতার দোকানে দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। প্রথমে সিসি ক্যামেরা ভাংচুর, পরে দোকানে উঠে টেবিল,গ্লাস ভাংচুর পূর্বক মালামাল তছনছ করে আব্দুর রহমান ও ইদ্রিসকে মারপিট করে জখম করে দোকান ঘরটি দখলের চেষ্টা করে।
স্থানীয় লোকজন আব্দুর রহমান ও ইদ্রিস কে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আব্দুর রহমানের শারিরিক অবস্হা আশংকা জনক বলে জানায়। আহত আব্দুর রহমান ও ইদ্রিস জানান,এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।এ দিকে থানার এসআই আনজির হোসেন ঘটনাস্হল পরিদর্শন করেছেন। তিনি জানান,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ