আলাউদ্দীন রাজা,পাইকগাছা (খুলনা):
পাইকগাছায় নজরুল ইসলাম নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি পুলিশ গ্রেফতার করেছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, পাইকগাছা উপজেলার বিরাশি গ্রামের তোফাজ্জল মোড়লের ছেলে নজরুল ইসলাম (৪৬)কে সোমবার দুপুরে কপিলমুনি ইউনিয়নের বিরাশী মোড় এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।পাইকগাছা থানার এসআই আব্দুল হালিম জানান,নজরুল ইসলাম মোড়ল ২০১৭ সালের খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনাল- ২ আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পালাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ও খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন,গ্রেফতার নজরুল মোড়ল খুলনা জেলা নারী ও শিশু নির্যাতন ট্রইব্যুনালের বিজ্ঞ বিচারক তাকে দশ বছরের সশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরো দুই বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
সোমবার গ্রেফতার ব্যক্তিকে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

