রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন 

আরো খবর

পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা:পাইকগাছায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্কুল ,কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের বসার বেন্চ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে ২৮টি মাধ্যমিক বিদ্যালয় ,মাদ্রাসা ও কলেজের ৫৭২ টি বেঞ্চ বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।
বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,, উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব,। উপস্থিত ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াসসহ বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তারা।
উল্লেখ্য,জাইকার অর্থায়নে উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্প থেকে এসব বেঞ্চ সরবরাহ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ