রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছার পল্লীতে বসতবাড়িতে হামলা ভাংচুর 

আরো খবর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:পাইকগাছার পল্লীতে অবৈধভাবে দখলী জমিতে থাকা ঘরবাড়ি ভাংচুর ও ক্ষতিসাধন মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লস্কর গ্রামে। অভিযোগকারী ঐ গ্রামের দিল্লিশ্বর বাছাড়ের পুত্র চিত্তরঞ্জন বাছাড়।
তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে জানা যায় তার পিতা দিল্লিশ্বর বাছাড়ের নামীয় লস্কর মৌজার জমা জমিতে তিনি বংশ পরস্পর ঘরবাড়ি নির্মাণে দখলে আছেন। যার মধ্যে কিছু জমি ভুলবশত অন্যদের নামে রেকর্ড হয়। তিনি পাইকগাছা উপজেলা সহকারী জজ আদালতে মামলা করেন।যার নং দেওয়ানী ৪৩/১৮ । মামলার প্রতিপক্ষ একই গ্রামের রশিদ গাজি, হাবিবুর রহমান নান্টু, ও তার বোন তানিয়া উক্ত মামলায় হাজির হয়ে জবাব দেন। মামলাটি বিচারাধীন।
এ অবস্থায় বিচার নিষ্পত্তির আগেই গত ২৬ অক্টোবর প্রতিপক্ষ রশিদ গাজী ও তার দলবল চিত্তরঞ্জন এর দখলী ঘরবাড়ি ভাঙচুর ক্ষতিসাধন ও লুটপাট করেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । চিত্তরঞ্জন আরো জানান, তার প্রতিপক্ষরা দুর্দান্ত প্রকৃতির জবর দখলকারী ও মামলাবাজ। তারা প্রভাবশালী হওয়ায় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের ম্যানেজ করে ও তাদের নাম ভাঙ্গিয়ে নানাবিধ অন্যায় অপরাধ চালিয়ে যাচ্ছেন। যাকে তাকে থানা পুলিশ ও প্রশাসনের ভয় দেখান।
এ ব্যাপারে অভিযুক্ত রশিদ গাজীর সাথে কথা বল্লে জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। অন্যদিকে চিত্তরঞ্জন বাছাড় স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোন ফল না পেয়ে অবশেষে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ জানমালের নিরাপত্তা চেয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ