পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
করোনাকালীন সময় ও সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাইকগাছার পল্লী চিকিৎসক সিরাজুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। বুধবার দুপুরে চিকিৎসক সিরাজুল ইসলামকে সম্মাননা প্রদান করেন নিসচা’র উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, নিসচা’র সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, ইউপি সদস্য স্মিতা মন্ডল, মাসুম বিল্লাহ ও মিনারুল ইসলাম।
