পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা।।পাইকগাছায় অবশেষে আদালতের ডিগ্রী মুলে কোটি টাকার জমি বুঝে পেলেন ভুক্তভোগীরা। রোববার দুপুরে পাইকগাছা উপজেলা সিনিয়র সহকারী জজ আদালতের নিয়োগকৃত উকিল কমিশনার এ্যাড.প্রদীশ হালদারের নেতৃত্বে দেওয়ানী জারি ৯/২১ মামলার দু’পক্ষের আইনজীবী এ্যাড.অজিত কুমার মন্ডল ও এ্যাড.এফ,এম এ রাজ্জাক, আদালতের জারিকারক, থানা পুলিশ ও ঢুলি নিয়ে মামলার বিরোধীয় জমি চকবগুড়া (নির্মানাধীন কৃষি কলেজের পার্শ্বে) মৌজায় পৌছান। এসময় স্থানীয় বহু লোকজন, বিরোধীয় জমির মালিকগনের উপস্থিতিতে উকিল কমিশনার জরিপ করে বাদী লস্করে গ্রামের নারায়ন সানা ও বিবাদী সহদেব সানা দিংদের প্রায় ১২ একর জমির দখল বুঝে দেন। দখলের সময় সীমানা নির্ধারন করে খুটি ও লাল পতাকা দ্বারা চিহৃিত করে আদালতের জারিকারক ও কমিশনারের নির্দেশে উপস্হিত ঢুলির দল ঢোল বাজিয়ে এলাকাবাসিকে দখল বিষয়ে জানান দেন। এরপর জমির মালিকরা তাদের স্ব স্ব জমিতে তাদের নামীয় সাইনবোর্ড স্থাপন করেন। উল্লেখ্য যে,বিরোধিয় জমি নিয়ে দেঃ আদালতে ৮৮/২০ মামলা দাখিলের পর এক পর্যায়ে পক্ষগন অজথা হয়রানি ও খরচান্ত না হইয়া আইনজীবিদের মধ্যস্থতায় আপোষ মিমাংশা করে আদালতে সোলেনামা দাখিল করেন। আদালত সোলেমুলে প্রাথমিক ডিগ্রী ও পরে চুড়ান্ত ডিগ্রী অতঃপর ডিগ্রি জারি মামলার মাধ্যমে উকিল কমিশনার নিয়োগ দ্বারা পক্ষগনের দীর্ঘদিনের বিরোধীয় ১১.৫৮৩০ একর জমির বিরোধের অবসান ঘটান।
পাইকগাছায় আদালতের মাধ্যমে জমির দখল পেলো ভুক্তভোগীরা

