পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা।।
নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপদ্য বিষয়ে ২৩-২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে পাইকগাছায় উপজেলার মৎস্য অধিদপ্তর সাংবাদকর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলন কনেছেন। শনিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ টিপু সুলতান এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন পাইকগাছা লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ কুমার মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা নোনাপানি কেন্দ্রর বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, মাসুদুর রহমান, মৎস্য সাম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, এসআই মোস্তাফিজুর রহমান, মৎস্য অধিদপ্তরের এফএ রনধীর সরকার, পাইকগাছা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,মৎস্যচাষী ও শিক্ষার্থীবৃন্দ।

