পাইকগাছা(খুলনা) থেকে আলাউদ্দীন রাজা:
পাইকগাছা আইনজীবি সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
অন্যান্য ১০ টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি বিএনপি নেতা অ্যাড. জিএম আব্দুস সাত্তার ৪৮ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী বামনেতা অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল এর প্রাপ্ত ভোট ২০। মোট ৭০ জন ভোটারের তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে সভাপতি নির্বাচিত করেন। ২টা ভোট বাতিল করা হয়।
এর আগে ১০ টি পদের বিপরীতে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি পদে অ্যাড. মো.আব্দুল মালেক ও মো. বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাড. জিএম আক্কাছ আলি, যুগ্ম সম্পাদক অ্যাড. মো. একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক রাশনা শারমিন আঁখি , ৩ জন সদস্য মো. আব্দুল মালেক, অনাদি কৃষ্ণ মন্ডল এবং মো. সাইফুদ্দীন। এসকল তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মোজাফফর হাসান ।

