পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন,সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আর সংবাদ পত্র হচ্ছে সমাজের দর্পন। তাই সমাজে উন্নয়নের জন্য সাংবাদিকদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। তাহলে এ জাতি উন্নয়নের শিখরে পৌছাতে পারবে। তিনি পাইকগাছা উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এ্যাড.এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি প্রেসক্লাবে প্রবেশ করার সাথে সাথে নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।এর পর
প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন,যুগ্ম-সম্পাদক এন ইসলাম,স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দীন রাজা, জি এ গফুর, বাবুল আক্তার,এফএম বদিউর জামান,আবুল হাসেম,কৃষ্ণ রায়,আব্দুর রাজ্জাক বুলি ও আশরাফুল ইসলাম সবুজ। মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন,সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম,এসএম আলাউদ্দীন সোহাগ, সহ-সভাপতি আব্দুল আজিজ,এমআর মন্টু,প্রমথ রঞ্জন সানা,ইমদাদুল হক,বি সরকার,নজরুল ইসলাম,অমল কৃষ্ণ মন্ডল, পূর্ন চন্দ্র মন্ডল ও উজ্জ্বল কুমার দাস।

