পাইকগাছা(খুলনা) থেকে আলাউদ্দীন রাজা:পাইকগাছা সরকারি কলেজের পক্ষ থেকে খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান কে ফুলের শুভেচ্ছা, সংবর্ধনা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়েছে।
বুধবার সকালে সরকারি কলেজের সুমন চত্বর প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ সমরেশ রায়।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু , চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার।
সংবর্ধনা মঞ্চে স্বাগত বক্তৃতা করেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। প্রভাষক মোমিন উদ্দীন ও লুৎফা ইসলাম এর উপস্থাপনায় বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক মো. আমান উল্লাহ গাজী,, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। অনুষ্ঠানে প্রভাষক, সাংবাদিক, কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।

