শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাটকেলঘাটায় পুলিশের অভিযানে আটক- ৪ 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদক সহ তিনজন ও নারী নির্যাতনের অভিযোগে ১জন সহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।বুধবার রাতে তাদের যুগিপুকুরিয়া ও নগরঘাটা এলাকার পাঁচপাড়া এলাকা থেকে  আটক করা হয়। এসময় আটক তিন ব্যাক্তির কাছ থেকে মোট ২২০গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ ।
আটককৃতরা হলেন, যুগিপুকুরিয়া গ্রামের মোস্তাফা মুক্তির ছেলে শরিফুল ইসলাম (৩৮) পাঁচপড়া গ্রামের সোহারাব গাজীর ছেলে রাসেল গাজী (২৮) ও মিঠাবাড়ি গ্রামের মৃত শাহজুদ্দীন সরদারের ছেলে নজরুল ইসলাম (৪৬)।  এছাড়া নারী নির্যাতনের অভিযোগে পাঁচপাড়া গ্রামের মৃত গহর আলীর মোড়লের ছেলে রেজাউল মোড়লকে(৫০)কে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, গতকাল  মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশ শরিফুল ইসলাম, রাসেল গাজী ও নজরুল ইসলামকে আটক করে । পরে শরিফুলের কাছ থেকে ১২০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া রাসেল ও তার সহযোগী নজরুলের কাছ থেকে ১০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়,  ৬দিন আগে তার পুত্রবধুকে নির্যাতনে করে পাঁচপাড়া এলাকার  রেজাউল মোড়ল। গতকাল  তাকে আটক করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে  জানান, বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ