সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটার বকশিয়া এলাকায় গিয়াসউদ্দীন সরদার নামে এক ব্যাবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে । এসময় তারা নগদ টাকা স্বর্ণালংকার সহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবী ভুক্তভোগীর পরিবারের।
শুক্রবার(২৮জুলাই) ভোর রাতে কুমিরা ইউনিয়নের বকশিয়া গ্রামে ঘটনাটি ঘটে।এদিকে রাতেই টহলরত পুলিশের টিম ডাকাতির অভিযোগে ৩ জনকে জিজ্ঞাসাবাদের আটক করেছে বলে জানা গেছে।
সরোজমিনে গেলেভুক্তভোগীর স্ত্রী তাহেরা বেগম জানান, রাত দুইটার দিকে ডাকাতরা ঘরে ঢুকে আমার স্বামীর চোখ মুখ বেধে জীবন নাশের হুমকি দিয়ে আলমারি সহ সব চাবি চায়। জীবনের ভয়ে তখন সব চাবি ডাকাতদের হাতে তুলে দিই। ওই সময় তারা ঘরে থাকা নগত টাকা স্বর্ন অলংকার এবং একটি হোন্ডা মটর সাইকেল সহ ৫০ বস্তা শুকনো হলুদ নিয়ে ঘটনাস্থল ত্যাগ চলে যায়। ভুক্তভোগীর ছেলে সালমান জানায়, রাতের গভীরে ডাকাতরা বাড়িতে ঢুকে বাড়ীর সব সিসি কামেরা ভেঙ্গে দেয়।
পরে পরিবারে সকলকে অস্ত্রের মুখে জিম্মিকরে নগদ টাকা সোনার গহনা সহ হলুদ নিয়ে যায়। পরে রাস্তার টহলরত পুলিশ একটি পিকআপ সহ দুই তিনজকে আট করে থানায় নিয়ে যায়। পরে সকাল ৯টার দিকে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ রহমান ও ওসি মাহামুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

