সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় ফারুক হোসেন(৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় নাজমুল হোসেন বকুল নামের এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতার নাজমুল হোসেন বকুল কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও বেগম খালেদা জিয়া কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা যায়, নিহতের ছেলে বাদশা কলারোয়া বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার(২৬ সেপ্টেস্বর) দুপুরে আইসিটি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় অশোকের মোড়ে সহপাঠী নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে বাকবিতণ্ডার জেরে মারপিটের স্বীকার হয় বাদশা।পরে বাদশাহ’র বাবা ফারুক হোসেন ঘটনাস্থলে গেলে নয়ন ও লাকি রুবেল হোসেনের নেতৃত্বে নাজমুল হোসেন বকুলসহ কয়েকজন ফারুক হোসেন কে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথিমথ্যে ত্রিশ মাইল এলাকায় মৃত্যু হয় ফারুক হোসেনের। পরে ওই দিন রাতে নিহতের ছেলে বাদশা বাদি হয়ে নয়ন,বকুল,রুবেলসহ ছয় জনের নাম উল্লেখ করে পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।বুধবার সন্ধ্যায় পুলিশ নাজমুল হোসেন বকুলকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক( এস আই) আমীর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামী বকুলকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

