সাতক্ষীরা/পাটকেলঘাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ৪জুয়ারীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাদের খলিষখালী ইউনিয়নের শুক্তিয়া গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। আটককৃতরা হলেন, শুক্তিয়া গ্রামের মৃত সুশিল সরকারের ছেলে ঈশ্বর সরকার ও তার ভাই সংঙ্কর সরকার, টিকারামপুর গো্মেন মৃত শিবনাথ বর্মনের ছেলে উদয় বর্মন ও জালালপুর গ্রামের সমসের আলীর ছেলে আব্দুস সবুর। খলিষখালী ক্যাম্পের এ এস আই তরিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে শুক্তিয়া এলাকায় জুয়া খেলা চলছে এমন খবর পেয়ে রবিবার বিকালে সুক্তিয়া বিলে অভিযান চালান হয়। এ সময় নগদ টাকা ও তাস সহ ৪ জন জুয়াড়ীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। পরে রাতেই তাদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন জানান, এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দ্বায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পাটকেলঘাটায় ৪ জুয়াড়ী আটক

