পাটকেলঘাটা (সাতক্ষীরা)
পাটকেলঘাটা পাকশিয়া গ্রামের কনিকা (৪৫) নামের এক গৃহবধু দীর্ঘদিন ধরে হার্টের যন্ত্রনায় ভুগছিল। হার্টের যন্ত্রনা সহ্য করতে না পেরে কিটনাশক পান করে।
পুলিশ সূত্রে জানাগেছে পাকশিয়া গ্রামের মহাদেব মন্ডলের স্ত্রী কনিকা মন্ডল দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিল। গত বুধবার সকালে বুকে প্রচন্ড ব্যাথা দেখা দিলে অসহ্য যন্ত্রনা সহ্য করতে না পেরে ঐদিন সকাল ১০ টার দিকে বাড়ি থেকে ৫শত গজ দুরে নিজেদের একটি মৎস ঘেরের ভেড়িতে গিয়ে সবার অগোচরে কিটনাশক পান করে। পাশের ঘেরের লোকজন ঘটনাটি আচ করতে পেরে কনিকাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় বিকাল ৪ টার দিকে সে মৃত্যুরকোলে ঢলে পড়ে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়।
একাত্তর/কামাল
