বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

পাটকেলঘাটায় স্ত্রীর পরকিয়ায় বাঁধা দেওয়ায় স্বামী খুন প্রেমিকসহ ৩ জন গ্রেফতার

আরো খবর

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটা নগরঘাটা মঠবাড়ী গ্রামের স্ত্রী রেহেনার পরকিয়ায় স্বামী গোলাম হোসেন বাঁধা দেওয়ায় গত ০১ মার্চ রাতে স্ত্রী রেহেনা ও প্রেমিক রাব্বী সহ শ্বাসরোধে হত্যা করে স্বামীকে। এঘটনায় থানা পুলিশ প্রেমিক রাব্বী ও রেহেনা সহ ৩ জনকে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে জানাগেছে যশোর জেলার বেনাপোল এলাকার রাব্বী পেশায় একজন শ্রমিক। কাজের সুবাদে পাটকেলঘাটা কাপাসডাঙ্গার রাকিব অটো রাইস মিলে কর্মরত থাকাকালীন তিন বেলা খাওয়ায় জন্য পাশের গ্রামের গোলাম হোসেনের সাথে মাসিক ৩ হাজার টাকা চুক্তি করেন। খাওয়ার সুবাদে বাড়ি যাতায়াতের জেরে রেহেনা ও রাব্বীর মধ্যে গড়ে উঠে মধুর প্রেম। এমনকি দুজনের প্রেম শারিরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। এই মধুর সম্পর্ক চিরস্থায়ী করতে রেহেনা ও রাব্বী কল্পনা আটতে থাকে। যার এক পর্যায়ে বাঁধা হয়ে দাড়ায় স্বামী গোলাম হোসেন। গত মঙ্গলবার গভীর রাতে পথের কাটা সরাতে স্বামী গোলাম হোসেনকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধে হত্যা করে রেহেনা ও প্রেমিক রাব্বী। এঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী রেহেনা প্রেমিক রাব্বী ও রেহেনার বড় ছেলেকে পুলিশ গ্রেফতার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ