শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পায়রা ও চলিশিয়া ইউনিয়নে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর গণসংযোগ 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন  যশোর-৪ নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
মঙ্গলবার এ কর্মকাণ্ডের অংশ হিসেবে অভয়নগর উপজেলার পায়রা ও চলিশিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পায়রা ইউনিয়ন পরিষদের সদস্য মরিয়ম বেগম, চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান শেখ, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য গোলাম রসুল তরফদার, চলিশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বিএম শামীম আহমেদ, চলিশিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হক সরদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ সরদারসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ