ঝিকরগাছা প্রতিনিধি: ঝিকরগাছায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মতায়ন ও বাংলাদেশর উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পে ওয়েব ফাউন্ডেশনের ৩দিনব্যাপি এডভোকেসি প্রশিণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা অফিসার্স কাবে এ এডভোকেসি সভা শেষ হয়েছে। প্রশিণে রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। প্রশিক ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় ফ্যাসিলেলেটর মো. জহির উদ্দিন।
ইউরোপীয় ইউনিয়ন ও খ্রিস্টান এইটের অর্থায়নে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর মতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিনের এ প্রশিণে ২৫ জন অংশ গ্রহন করেন।

