একাত্তর ডেস্ক:
সকাল থেকে দফায় দফায় বৃষ্টির কারণে আধঘণ্টা পিছিয়ে গেলো আজকের দিনের খেলা। বৃষ্টি থেমে গেলেও আউটফিল্ড ভেজা থাকায় সকাল ১০টার বদলে ১০টা ৩০ মিনিটে শুরু হবে আজকের দিনের খেলা।
চলতি চট্টগ্রাম টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। তবু প্রথম তিনদিন কোন বাধা ছাড়াই মাঠে গড়িয়েছে খেলা। অবশেষে চতুর্থ দিনে এসে বাগড়া দিলো বৃষ্টি, পিছিয়ে গেলো খেলা
ম্যাচের তৃতীয় দিন শেষে পরিস্কারভাবেই চালকের আসনে বাংলাদেশ। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩৯৭ রানে। জবাবে এরই মধ্যে ৩ উইকেটে ৩১৮ রান করে ফেলেছে বাংলাদেশ।
সফরকারীদের সংগ্রহ ছাড়িয়ে যেতে বাংলাদেশের প্রয়োজন আর ৭৯ রান। ক্র্যাম্প করে ১৩৩ রানের ইনিংস খেলে আহত অবসর হয়ে উঠে গিয়েছেন তামিম। তবে চতুর্থ উইকেটে খেলছেন ৪৩ রান করা মুশফিকুর রহিম ও ৫৪ রান করা লিটন দাস।
আজ দারুণ এক মাইলফলক ছোঁয়ার সুযোগ মুশফিকের সামনে। মাত্র ১৫ রান করতে পারলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মালিক হবেন তিনি। একই মাইলফলক ছুঁতে তামিমের প্রয়োজন ১৯ রান
একাত্তর/কামাল

