নিজস্ব প্রতিবেদক, নড়াইল :
নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় তাদের মরদেহ পুকুরে ভেসে উঠে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে এবং মানিক বরিশাল জেলার আরিফুল ইসলামের ছেলে। মানিক তার মায়ের সাথে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে বসবাস করতো।
পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে একসাথে খেলা করছিল শাকিব এবং তার ফুপাতো ভাই মানিক। এসময় পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। সন্ধ্যা হলে তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সাকিব-মানিকদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ উত্তর খাশিয়াল গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

