শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পুত্রসন্তানের মা হলেন কারিনা

আরো খবর

অপেক্ষার অবসান। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। তৈমুরের পর কারিনা কাপুর ও সাইফ আলি খানের সংসারে এলো নতুন সদস্য। আজ রবিবার দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিলেন কারিনা কাপুর।

পুত্রসন্তানের জন্মের পর কারিনা-সাইফের অনেক ঘনিষ্ঠই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দুইজনকে শুভেচ্ছা জানিয়েছেন। সেখান থেকেই সামনে এসেছে এই খবর।
জানা গেছে, শনিবার রাতেই প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর কারিনাকে মুম্বাইয়েরই ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। আজ রবিবার সকালে সেখানেই এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন এই বলিউড অভিনেত্রী।

এরপরই নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা-সাইফকে শুভেচ্ছা জানান মনীশ মালহোত্রাসহ অনেকেই।

যদিও গত ১৫ ফেব্রুয়ারি সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। কিন্তু সেই তারিখ পিছিয়ে যায়। চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন, যে কোনো দিনই সন্তানের মা হতে পারেন তিনি।

২০১৬ সালে প্রথম পুত্রসন্তানের মা হন কারিনা, যার নাম রাখা হয তৈমুর আলি খান।

-বিডি প্রতিদিন

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ