শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পুরো দেশ নির্বাচন নিয়ে মাতোয়ারা: সিইসি

আরো খবর

নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে পুরো দেশ মাতোয়ারা হয়ে আছে।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুশৃঙ্খল আমি করাতে পারবো না, মাঠ পর্যায়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা করতে পারবেন। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা যেন ব্যাহত না হয়।

 

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। বিভিন্ন দেশের পর্যবেক্ষকরাও আসবেন। বিভিন্ন দেশ এবং সংস্থা দেশের নির্বাচন দেখতে আগ্রহী।

 

এর আগে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল এবং চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমান। সাক্ষাৎ শেষে তিনি নির্দিষ্ট সময়ে নির্বাচন করার বাধ্যবাধকতার কথা জানিয়ে দ্রুত দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানান।

আরো পড়ুন

সর্বশেষ