পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় ২৮টি মামলা করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শাহবাগ, পল্টন, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, মুগদা, ডেমরা, ওয়ারী, যাত্রাবাড়ী, মিরপুর মডেল, পল্লবী, কাফরুল, দারুস সালাম, শাহআলী, রূপনগর, ভাষানটেক, বাড্ডা ও উত্তরা পূর্ব থানায় একটি করে মামলা হয়েছে। এ ছাড়া শাহজাহানপুরে ৬টি এবং হাতিরঝিল ও ভাটারা থানায় দুটি করে মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
রোববার এসব মামলায় ৬৯৬ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে লালবাগ বিভাগ ২০৪ জন এবং মিরপুর বিভাগ ২০৬ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া রমনা ১৬, মতিঝিল ৫০, ওয়ারী ৯০, তেজগাঁও ৫৭, গুলশান ৩১ ও উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেপ্তার করেছে। আর গত ২১-২৮ অক্টোবর পর্যন্ত বিএনপির ১ হাজার ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন ২৮টি মামলার বিষয় নিশ্চিত করে সমকালকে জানান, অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

