নিজস্ব প্রতিবেদক: যশোর পবিআইয়ের পুলিশ সুপার পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে প্রতারক চত্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তাদেরকে মাদারিপুর থেকে গ্রেফতার করা হয়। আটকৃতরা হচ্ছে মাদারীপুরের মৈশের চর গ্রামের এজাজুল হকের মেয়ে খাদিজা(৩৮) ও সাতক্ষীরারা কলারোয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আহসান হাবিব(৩৫)।
পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃতে ¡ আটক অভিযানে অংশ নেন এসআই, ডিএম নুর জামাল হোসেন, এসআই, ¯েœহাশিস দাশ, এসআই, গোলাম আলী
শার্শার সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের দেয়া অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার অভিযান চালানো হয়। অভিযোগে তিনি বলেন, মাবাইল নং ০১৩১৪৫৪৭৪৬৬ হতে কল করে তার কাছে ২ লাখ টাকা দাবি করা হয়েছে। ।
পিবি আইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় নিজেদেরকে পুলিশ সুপার পিবিআই, যশোর পরিচয় দিয়ে চাঁদা দাবি করার কথা স্বীকার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা স্বামী-স্ত্রী তারা পরস্পর যোগসাজসে পরিকল্পিত ভাবে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণা পূর্বক চাঁদা দাবি করে অর্থ আত্মসাৎ করে আসছে। আসামী আহসান হাবিব সাতক্ষীরা, ফরিদপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন থানা এলাকার একাধিক ডাকাতি, মানব পাচার ও প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
পুলিশ সুপার পরিচয় দিয়ে চাঁদা দাবি প্রতারক চত্রের দুই সদস্যকে আটক

