শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

‘পেলে দেখিয়েছেন, বিখ্যাত হয়েও কত সাধারণ থাকা যায়’

আরো খবর

 

একাত্তর ডেস্ক:এই পৃথিবীতে পেলে একজনই ছিলেন, তাঁর ধারেকাছেও কেউ কখনো ছিল না, কখনো হয়তো আসবেও না। তাঁর কারণেই ফুটবল হয়ে উঠেছিল আনন্দময়, উপভোগ্য। সদ্য প্রয়াত ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলেকে এভাবেই ব্যখ্যা করছেন ফুটবলবোদ্ধারা। কিন্তু ফুটবল মাঠের বাইরেও তো পেলের একটা জীবন ছিল।সেই জীবনেও তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা।

লিভারপুলের কোচ জার্গেন কপ এই বিষয়টাই সামনে এনেছেন। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের একজন হয়ে পেলে যে সাধারণের কাতারে থাকতেন- এটাই মুগ্ধ করেছিল কপকে। এত খ্যাতি থাকার পরও পেলে সবার সঙ্গে খুব সাধারণভাবে মিশতে পারতেন। তাঁর মাঝে কোনো অহংবোধ ছিল না। নিজেকে বড় করে দেখানোর প্রবণতা ছিল না।

কপ বলেছেন, ‘ভবিষ্যতে কেউ আমাকে যা-ই বলুক না কেন, পেলেই আমার কাছে সেরা। আমি এটা কখনও ভুলব না। তারা দুই জনই (পেলে ও বেকেনবাওয়ার) দেখিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ হলেও পুরোপুরি সাধারণ একজন হিসেবে থাকা যায়। আর এই বিষয়টিই আমি বেশি ভালোবাসি, তাদের থেকে এটা আমি শিা হিসেবে নিয়েছি, যা আমি কখনও ভুলব না। ‘

বল পায়ে পেলে ছিলেন ভয়ংকর। অবিশ্বাস্য স্কিল ছিল তার। খেলার মাঠে ইমপ্রোভাইজেশনে ছিলেন অনন্য। তাঁর পায়ের কারিকুরিতে এখনো মুগ্ধ হয়ে আছে ফুটবলবিশ্ব। তাই কপ বলেছেন, পেলের সামর্থ্যের ০.০১ শতাংশও তার নেই। ব্রাজিল কিংবদন্তির সার করা একটা জার্সি আছে কপের কাছে। সেই জার্সি নিয়ে কপের গর্বের শেষ নেই।

আরো পড়ুন

সর্বশেষ