শার্শাা প্রতিনিধি:পোল্যান্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শার্শার পাঁচ কায়বার আলামিন (২৫) নামে একজন প্রবাশীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পোল্যান্ডের একটি প্রধান সড়কে দূর্ঘঘটনাটি ঘটেছে,এসময় আরও তিন বাংলাদেশী আহত হয়েছে।।
স্বজন ও স্থানীয়রা জানান. আলামিন পোল্যান্ডে তিনমাস আগে থেকেই প্রবাশ জীবনের শুরু করেন। একটা ভালো চাকরির জন্য ঘুরছিলেন। মেলেনি চাকুরী। সকালে একটি কোম্পানিতে চারকির উদ্দেশ্য রওনা হলে প্রতিমধ্যে দূর্ঘটনাটি ঘটে।
ঐ সময় আলামিন সহ আরও তিন বাংলাদেশী প্রবাশী আহত হয়। তবে,তাদের পরিচয় এ রিপোার্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
নিহত আলামিন শার্শার পাঁচ কায়বার কৃষক আক্তারুলে বড় ছেল।পোল্যান্ড প্রবাশি ছেলেকে হারিয়ে কৃষক পিতা আক্তারুল সর্বশান্ত,মর্মাহত।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, উক্ত ঘটনায় আমি মর্মাহত। আমি শুনা মাত্রই নিহতের পরিবারের খোঁজ খবর নিয়েছি। এখন লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।।স্থানীয় এলাকার আরমানগাজি বলেন আলামিন মিস্টভাসী সাদামনের মানুষ ছিলেন।

