গত ১৩,১১,২০২৫ ইং দৈনিক যশোর বার্তাসহ কয়েকটি পত্রিকায় প্রতিটি বিষয়ের জন্য ১০ হাজার টাকা চুক্তি চৌগাছায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে সচিবের কল রেকর্ড ফাঁস ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও স্রেফ গুজব।
একটি ষড়যন্ত্রকারী মহল চৌগাছা উপজেলার ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক তথা এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব কাজী গোলাম মোস্তফা সাহেবের ব্যক্তিগত সামাজিক ও কেন্দ্র সচিব হিসাবে তাঁর কাজের সুনাম ও সম্মান ক্ষুন্ন করার জন্য আজেবাজে বস্তনিষ্টহীন সংবাদ পত্রিকায় সরবরাহ করেছে।
প্রকৃত তথ্য হচ্ছে সৎ আদর্শ ও ন্যায়নীতিপরায়ণ প্রধান শিক্ষক কাজী গোলাম মোস্তফা দীর্ঘ দিন যাবৎ সুনামের সাথে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে আসছেন। কখনও তার বিরুদ্ধে কোন অনৈতিকতার অভিযোগ পাওয়া যায়নি। বরং তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। ষড়যন্ত্রকারী মহলটি প্রধান শিক্ষক তথা কেন্দ্র সচিবের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে না পেরে নতুন করে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের বিন্দুমাত্র কোন সত্যতা নেই।
বিধায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে এবং প্রকাশিত সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।
কাজী গোলাম মোস্তফা ও কেন্দ্র সচিব
ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়
চৌগাছা-যশোর ও সহকর্মী বৃন্দ

