কেশবপুর প্রতিনিধি:প্রচারণার শুরুতে সাংবাদিকদের কাছ থেকে দোয়া নিলেন যশোর ৬ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম। সোমবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঈগল প্রতিক পেয়েছেন।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটারনিং অফিসার তার হাতে প্রতিক তুলে দেয়ার পর তিনি ছুটেযান তার নির্বচনী এলাকা কেশবপুরে। সেখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রয়াত শিক্ষামন্ত্রী এএস এইচকে সাদেক ও তাঁর সহধর্মিনী প্রয়াত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে।
এসময় আজিজুল ইসলাম বলেন,’আমি আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো সন্তানতুল্য, কারো অনুজ। আমাদের ভাষা,স্ংস্কৃতি. কৃষ্টি চাওয়া পাওয়া সবই অভিন্ন। আমরা এই মাটির সন্তান। আমরা সকলে মিলে মিশে কেশবপুরকে নতুন রুপে গড়তে চাই।
তিনি বলেন, আপনারা জাতির বিবেক, আপনাদের লেখনির মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত সত্য । যা আগামীতে কেশবপুরের মানুষের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। তিনি তার নির্বাচনী কার্যক্রমে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন। সভায় কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

